মিলি সিকদারঃ
ভোলার বোরহানউদ্দিনে ইউপি মেমাবারের মেয়ের জ্বীন প্রতারণায় সর্বমোট হারাচ্ছেন গ্রামের সহজ সরল সাধারণ মানুষ। নিজেই জ্বীনের কন্ঠ নকল করে জ্বীনের বৈঠকের নামে এমন প্রতারণা করছেন তজুমুদ্দিন উপজেলার মলংচড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোঃ মিন্টু মেম্বারের সহয়তায় তার মেয়ে শাহনাহ এই অভিনব প্রতারণা করছেন।
ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার ১নং বড় মলংচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড রানিং মেম্বার মোঃমিন্টু সহায়তায় তার মেয়ে শাহানাহ আস্তানা গেড়ে দীর্ঘ দিন যাবৎ জ্বীন ডেকে বৈঠক ও খনকারির নামে প্রতারনা করে অবৈধ ব্যাবসা চালিয়ে আসছে। মলংচড়া নদি ভাঙ্গার পরে বোরহানউদ্দিন উপজেলা টবগী ৪নং ওয়ার্ডে মেয়ের বাবা ইউপি সদশ্যর তার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। গ্রামের সহজ সরল মানুষদের অসয়াত্বেের সুযোগ নিয়ে এ ধরনের অপকর্ম করছে বলে অভিযোগ করেছেন স্হানীয় বাসিন্দারা। তার সকল অপকর্ম নিয়ে বিস্তারিত আসছে…..