বাজার প্রতিনিধি #
নিয়ন্ত্রনহীন ভোলার বাজার প্রতিটি দ্রব্যমূল্যের দাম যেন একের পর এক নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। মাহে রমজানে দ্রব্যমূল্যের চাহিদায় কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যে অধিক পরিমাণে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন ভোক্তা।
ভোলা নিউজের বাজার মনিটরিং টিমের তথ্যচিত্রে ফুটে উঠেছে নিত্যপ্রয়োজনীয় পণ্য দাম প্রায়ই অন্য মাসের তুলনায় কয়েকগুণ বেড়েছে।। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রতি কেজি চাল 55 থেকে 60 টাকা প্রতি কেজি সয়াবিন 130 থেকে 145 টাকা প্রতি কেজি আলু 25 থেকে 30 টাকা প্রতি কেজি পিয়াজ প্রতি কেজি 35 থেকে ৪০ টাকা প্রতি কেজি মসুর ডাল 100 থেকে 140 টাকা প্রতি কেজি ছোলা 70 থেকে 85 টাকা।
বিষয়টি নিয়ে ভোলা জেলা ভোক্তা কর্মকর্তা মাহমুদুল হাসান সাথে যোগাযোগ করলে তিনি জানান অতি দ্রুত বাজার নিয়ন্ত্রণে ভোক্তা আইন এ মাঠে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া মাহমুদুল হাসান জানিয়েছেন কোন ক্রেতা যদি সুনির্দিষ্টভাবে লিখিতভাবে অভিযোগ করেন তাতেও তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।।
আসছে বিস্তারিত………