ভোলার ইলিশায় জেলেদের মাঝে চাউল বিতরণ

 

 

সিমা বেগম ভোলাঃভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের পেশাদার জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।আজ ৩০মার্চ মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ওয়ার্ড ভিত্তিক কার্ড দেখে জেলেদের চাউল দেওয়া।ইলিশা ইউনিয়ন পরিষদে মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতে চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণে পরিষদের সদস্য, সচিব ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন। ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া বলেন, আমরা সরকারী নিয়মঅনুযায়ী পেশাদার জেলের কার্ড দেখে সামাজিক দূরুত্ব বজায় রেখে চাউল বিতরণ করছি।

SHARE