আরিয়ান আরিফঃভোলায় দিন দিন বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। নতুন করে আরো ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে ভোলা জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০৩৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৯৫ জন। মারা গেছেন ১০ জন।ভোলা সিভিল সার্জন দপ্তর সূত্র জানান, মঙ্গলবার ৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৫ জন ,বোরহানউদ্দিন উপজেলায় ১ জন, ও লালমোহন উপজেলার বাসিন্দা ৩ জন। এ পর্যন্ত ১০০৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।