এইচ টি ইমামের মৃত্যুতে ড. শান্তর শোক

 

 

মনজু ইসলামঃ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আজ রাত ১ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ফুসফুস, কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন । গত কয়েক দিন ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।এইচ টি ইমামের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ড. আশিকুর রহমান শান্ত।ড.শান্ত ফেসবুক পেইজের মাধ্যমে এক শোকবার্তায় বলেন, সকলের মধ্যে সবচেয়ে পরিশ্রমী ব্যক্তি আজ রাতে আমাদের সবচেয়ে শান্ততম পথে ফেলেছে। তাঁর কাছ থেকে শেখার মতো অনেক কিছুই ছিল, তাঁর কাজের নৈতিকতা, প্রগতিশীল আদর্শগুলির প্রতি তাঁর প্রতিশ্রুতি। স্যার, আমরা আপনাকে অনেক মিস করব। আল্লাহ আপনাকে পরকালে শান্তি দান করুন এবং তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি৷

SHARE