টিপু সুলতান ঃ আগামীকাল ২৮ ফেব্রুয়ারি ভোলা পৌরসভা নির্বাচন। কে হবে দ্বিপ জেলা ভোলা সদরের পৌর পিতা? এ নিয়ে জল্পনা – কল্পনার শেষ নেই ভোটারদের। মাঠ ঝাপিয়ে বেড়াচ্ছে প্রার্থীরা। জয়ের মুকুট ছিনিয়ে আনার লড়াইয়ে ছুটে চলছে ভোটের দ্বারে দ্বারে। দৌড় ঝাপের শেষ নেই প্রার্থীদের। নির্বাচনে মাঠে আছে এবার ৩ মেয়রসহ ৪৫ জন কাউন্সিলর। গত শনিবার (২৩ জানুয়ারি ) মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ভোলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারি রিটানিং অফিসার আবদুল্লাহ আল মামুনের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।মেয়র পদে মাঠে রয়েছে -আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রতীকের বর্তমান মেয়র ও জেলা যুবলীগেী সভাপতি মনিরুজ্জামান মনির, বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকে প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান , এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আতাউর রহমান ।এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন রয়েছে নির্বাচনী মাঠে।ভোলা উপজেলা নির্বাচন অফিসের রিটার্নিং অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন তফসিল অনুযায়ী শনিবার ছিল ভোলা পৌরসভার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।