মনজু ইসলামঃভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন এর নির্দেশক্রমে ইলিশায় পুলিশের বিশেষ অভিযানে ২কেজি গাঁজাসহ মাদকচক্রের এক সদস্যকে আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার(১১ফেব্রুয়ারি ২০২১)সকাল ৯টায় এসআই মোঃ ফরিদ সঙ্গীয় এএসআই গুলজার হোসেন, কং/৫৯১ রাসেল আহমেদ, কং/৪০৬ নিলাময় চাকমা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভোলা সদর থানাধীন ইলিশা কালুপুর চটের মাথা লঞ্চ ঘাট থেকে মাদক ব্যবসায়ী মোঃ নাসিম (২৮), আটক করে ইলিশা পুলিন ফাড়ির ইনচার্জ। আটককৃত মাদক ব্যবসায়ী চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার কাঞ্চু গোয়াল এর ছেলে।বর্তমানে ভোলা সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।