আরিয়ান আরিফঃভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ও আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান জেলা বিএনপি’র প্রবীণ নেতা জনাব মোস্তফা মিয়াজীর আশু রোগমুক্তি কামনায় আলীনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২৮ই জানুয়ারি (বৃহস্পতিবার) বাদ আছর ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের বাঁশতলা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে অসুস্থ বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা
কামনা দোয়া করেন নেতাকর্মীরা। পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা বিল্লাহ হোসেন। দোয়া মাহফিলে শরিক হন ,আলীনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শোয়েব, আলীনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোশাররফে হোসেন বাহার, যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, যুগ্ম আহবায়ক ইব্রাহীম দেওয়ান,ছাত্রদলের সভাপতি কবির হোসেন,ভোলা সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন বাহার, আলীনগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নাসির ফরাজি,যুবনেতা শরীফ মাহমুদ, যুবনেতা রিপন, যুবনেতা আতিক মিয়াজী, সহ যুব বিষয়ক সম্পাদক জাকির হোসেন সুমন, ছাত্রনেতা চাদ সোলেমান, ছাত্রনেতা সুজন ভুইয়া, ছাত্রনেতা মাহমুদুল হাসান,ছাত্রনেতা মমিন ছাত্রনেতা তুহিনসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।