ভোলার মনপুরায় আবু মেম্বারের বিরুদ্ধে সার দুর্নীতির অভিযোগ

মনপুরা প্রতিনিধি#
ভোলা জেলার মনপুরা উপজেলায় হাজির হাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল হোসেন আবু মেম্বারের বিরুদ্ধে সার দুর্নীতির অভিযোগ করেছে কয়েজন কৃষক।

বেশ কয়েজন কৃষক লিখিত ভাবে জেলা প্রশাসকের নিকেট অভিযোগ তুলে ধরলে তিনি বিনামূল্যে কৃষকের সার বিতরেনের অনিয়ম করে বাজারে বিক্রিয়ের কথা তুলে ধরেন।। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার হাজির হাট বাজারের নেজাম মিয়ার দোকানে অভিযান চালায়। পরেক্ষনে নির্বাহী অফিসার উপজেলা কৃষি অফিসার সারগুলো সংরক্ষণের নির্দেশ প্রদান করেন।। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নানা দূর্নীতির অভিযোগ। স্থানীসূত্রে জানাজায়,তিনি অর্ধ কোটি টাকার মালিক।

তার দূর্নীতি আসছে বিস্তারিত……. ২য় পর্বে

SHARE