মনজু ইসলামঃবাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অদ্য ২২শে জানুয়ারী রোজ শুক্রবার বাদ মাগরিব জেলা যুবলীগের কার্যালয়ে ভোলা জেলা যুবলীগের আয়োজনে এ মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় তাদের আশু রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয়। এসময় ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লিটন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মিয়াজী, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, সহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন উম্মে ছালমান মাখজানুল কোরআন মাদ্রাসার হাফেজ শিক্ষক মাওলানা আব্দুল কাদের।