আরিয়ান আরিফঃবাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপি’র সহধর্মিণী মিসেস আনোয়ার আহমেদ’র রোগমুক্তি ও সুস্ততা কামনায় ভোলা পৌরসভার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) ভোলা পৌরসভা মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় কোর্ট মসজিদের পেশ ইমাম মিসেস আনোয়ারা আহমেদ এর রোগমুক্তি কামনায় দোয়া করেন। পরে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ তার পরিবারের সকলের সু-স্বাস্থ্য কামনা করেও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।