বগুড়ায় র‌্যাবের অভিযান গাঁজাসহ গ্রেফতার -২

 

 

শাহজাহান আলী বগুড়া জেলা প্রতিনিধিঃ র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ০১কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।২০ জানুয়ারি ( বুধবার) দুপুর দেড়টার দিকে বগুড়া শহরের সাতমাথাস্হ বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পশ্চিম পার্শ্বে ফলপট্রি পিকআপ মালিক সমতির সামনে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলো- বগুড়া শহরের রেলওয়ে কলোনী এলাকার মৃত গায়া বাঁশফোড়ের ছেলে মঙ্গল বাঁশফোড় (২৩) এবং একই এলাকার রাজ্জাক বাঁশফোড়ের ছেলে পনা বাঁশফোড়(২০)।
র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান,মাদক বিরোধী অভিযানে তাদেরকে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছে থাকা তিনটি মোবাইল ও তিনটি সীমকার্ড জব্দ করা হয়। তিনি আরও জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ শহরের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

SHARE