বগুড়ার আদমদীঘি সান্তাহার পৌর মেয়র পদে তোফাজ্জল হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত

 

 

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘি সান্তাহার পৌরসভা সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি ( শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রথাম বারে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী তোফাজ্জল হোসেন ভূট্টু ৭ হাজার ৭৮৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এনিয়ে তিনি তৃতীয় বারের মতো আদমদিঘী সান্তাহার পৌরসভার মেয়র নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত আশরাফুল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৪০২ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনে হাতপাখা প্রতীক পেয়েছেন ৮৮৬ ভোট। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৩ জন প্রার্থী। এছাড়াও সাধারণ কাউন্সিল পদে ২৪ জন ও মহিলা কাউন্সিল পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৬৬৯ জন।এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৪৮ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ১২১ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫ হাজার ৯৭৬ জন। পৌরসভার ৯টি ওয়ার্ডে শতকরা ৬২ দশমিক ৬২ ভাগ ভোট পড়েছে।

SHARE