পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী অগ্নিকাণ্ডে ১৫ দোকান ঘর পুরে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত দিকে সদরের হেতালিয়া বাধঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ১২ টি ছাগলসহ ১৫ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে । এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানাযায়, সেতারা ক্লিনিক সড়কে এ আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৩ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রথমে একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কি কারনে আগুন লেগেছে সেটা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে যাওয়ার মধ্যে মুদি মনোহরী দোকান, কম্পিউটার এক্সেসোরিজ, টি স্টল ও বেশ কয়েকটি সেলুন ছিল।