ভোলায় এক মেয়র ও ১৭ কাউন্সিলরের মননোয়ন বাতিল

 

 

মনজু ইসলাম; ভোলার দৌলতখান ও বোরানউদ্দি পৌর নির্বাচনে এক মেয়রসহ ১৭ জন কাউন্সিলর প্রার্থীর মননোয়ন বাতিল করে জেলার রিটার্নিং অফিসার। আজ রোববার (৩ জানুয়ারি ২০২১) যাচাই-বাছাই শেষে মনোনয়ন বাতিল করা হয়।
বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় ১৮ প্রার্থীর ভোটারদের সম্মতিসূচকপত্র ও হলফনামা সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। বাতিলকৃত মেয়র প্রার্থী বোরহানউদ্দিন পৌরসভার স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল সালাম। ভোটারদের সম্মতিসূচকপত্র সঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ বিষয়ে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন বলেন, ‘তৃতীয় ধাপে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রোববার ছিল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিন। এদিন এক মেয়র ও ১৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।’বাতিল কৃত প্রা্র্থীগণ আগামী তিন কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন বলেও জানান এই কর্মকর্তা।
আগামী ১১ জানুয়ারি নির্বাচনের প্রতীক বরাদ্দ ও ৩০ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

SHARE