আরিয়ান আরিফঃ ভোলা জেলা ক্রিকেটের মানোন্নয়নে গজনবী স্টেডিয়ামের কংক্রিটের পিচ ও শেড তৈরীর জন্য সাড়ে ৮ লাখ টাকার অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার দুপুরে স্থানীয় একটি অভিজাত রেস্তরায় আনুষ্ঠানিক ভাবে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড’র (বিসিবি) পরিচালক আলমগীর খান আলম। এ সময় উপস্থিত ছিলেন, বিসিবি’র নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো: ফয়সাল ও সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, যুগ্ন সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, সহ সম্পাদক রাজিব চৌধুরী প্রমুখ।এর আগে বিসিবি’র পরিচালক আলমগীর খান আলম ভোলার গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেয়ার পাশাপাশি বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, তৃনমূলে খেলোয়ার তৈরীর পাশাপাশি ক্রিকেটের মানোন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সকল প্রকার সহযোগীতা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ভোলা গজনবী স্টেডিয়ামে জন্য এ আর্থিক সহায়তা দেয়া হয়েছে ।