বাপ্তায় অসহাদের মাঝে শীত বস্র বিতরণ

 

 

আরিয়ান আরিফ।। ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে ব্র্যাক-ইউপিডি কর্মসূচির গ্রাম সামাজিক শক্তি কমিটি কতৃক অতি দরিদ্র সদস্যদের মাঝে শীত বস্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪ টায় পূর্ববাপ্তা চেউয়াখালী দাখিল মাদ্রাসার মাঠে সামাজিক সংগঠন মোস্তফা চেয়ারম্যান স্মৃতি সংঘ এবং ধনিয়া চেউয়াখালী, বালিয়াকান্দী সামাজিক শক্তি কমিটির আয়োজনে ব্র্যাক আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আর্থিক সহযোগিতায় ২০০জন অতি দরিদ্র সদস্যকে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত বস্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চেউয়াখালী গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃমফিজুর রহমান, ৪৪নং মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চেউয়াখালী গ্রাম সামাজিক শক্তি কমিটির সহ- সভাপতি মোঃআবুল কাশেম মাস্টার,সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম তরাফ শাজী,অর্থ সম্পাদক মোঃমাহমুদুল হাসান, বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা চেয়ারম্যান স্মৃতি সংঘের প্রধান উপদেষ্টা ওও দক্ষিণ ধনিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি প্রভাষক ডাঃমহিউদ্দিন, বালিয়া কান্দি গ্রাম সামাজিক কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, পুর্ববাপ্তা দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাওঃ আহম্মদ উল্লাহ খান, চর সেমুয়া মাধ্যমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষা জাহাঙ্গীর আলম মাস্টার, মাওঃঅহিদুল্লাহ খান ।আরো উপস্থিত ছিলেন, ব্র্যাক আল্টা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচীর ভোলা জেলার আঞ্চালিক ব্যবস্হাপক মনিরুজ্জামান খান,হেলথ কোয়ার সার্ভিসেস এন্ড কমিউনিটি ইন্ট্রিগেশন সিনিয়র অফিসার মোঃসালাম,শাখা ব্যবস্থাপক মোঃআনিসুর রহমান, কর্মসূচি সংগঠক শিশির চন্দ্র রায়, অনিতা রানীপাল,সূচিত্রা বাড়ৈ,শিশির কবিরাজ, রুবেল,কামরুল,অলিসহ এলাকার অন্যান্য সদস্য বৃন্দ।

SHARE