ইলিশা পন্ডিতের হাট জামে উদ্যোগে ২ ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল

 

 

আরিয়ান আরিফঃ পন্ডিতের হাট জামে মসজিদ যুব সমাজকল্যাণ এর উদ্যোগে করোনাভাইরাস উপলক্ষে ৪ ও ৫ জানুয়ারি’২১ দিন ব্যাপী ১৪ তম ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।স্থানঃ ইলিশা ইসলামিয়া মডেল ডিগ্রী কলেজ মাঠ, ইলিশা পন্ডিতের হাট,জংশন বাজার,ভোলা। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রাধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাইখ মোল্লা নাজিম উদ্দিন সাহেব, ধর্মীয় আলোচক এনটিএন বাংলা ও বাংলা ভিশন, ঢাকা। তিনি শেষে দিন ৫ জানুয়ারি (মঙ্গলবার) কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন। পন্ডিতের হাট জামে মসজিদের খতিব জনাব হযরত মাওলানা হাসান মাহমুদ সভাপতিত্বে আরো তফসীরুল কোরআন মাহফিলে বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মোফাচ্ছেরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা কামরুল হাসান শাহীন পি,এইচ,ডি গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, খতিব নূরানী জামে মসজিদ, রামপুরা, ঢাকা,ধর্মীয় আলোচক: যমুনা টিভি, এশিয়ান টিভি ও এস এ টিভি।তিনি প্রথম দিন ৪ জানুয়ারি (সেমবার) কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আরো স্থানীয় অন্যান্য ওলামায়ে কেরামগন মূল্যবান তাফসীর পেশ করিবেন। উক্ত তফসীরুল কোরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দো-জাহানের অশেষ নেকী হাছিল করুন।উক্ত মাহফিলে সহযোগিতা জন্য যোগাযোগ করুনঃ01712109008,01716819842।

SHARE