পটুয়াখালীপ্রতিনিধিঃ পটুয়াখালীতে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার আলতাফ হায়দারের চির বিদায়। সবাইকে কাঁদিয় মঙ্গলবার রাত ৯ টার দিকে স্টোক করে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ বীর মুক্তিযোদ্ধা –(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুসময় তার বয়স ছিলো ৮৪ বছর।মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামের মৃত হাজী আঃ কাদের মৃধার ছেলে। ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করেন সে। যুদ্ধ শেষে পটুয়াখালী জেলায় সেই সর্ব প্রথম স্বাধীনতা পতাকা উত্তোলন করেন। এর আগে ২ বার স্টোক করে । মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রীহ রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান ও সবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ আজিজ মল্লিকসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।বুধবার দুপুরে দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।