টিপু সুুলতানঃ ভোলা জেলার লালমোহন কুঞ্জেরহাট বাজারের হালাদার প্লাজার মালিক আজাদ হাওলাদার আর নেই(ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। আজ ১৪.১২.২০২০ ইং সকাল ৯.০০ ঘটিকায় তাঁর বাজারের নিজস্ব ভবন হতে তিনি ছিটকে পরে মৃত্যুবরণ করেন।মরহুম আজাদ হাওলাদার মরহুম বীরমুক্তিযোদ্ধা বজলুল হক হাওলাদারের কনিষ্ঠ সন্তান এবং বিশিষ্ট রাজনীতিক শেখ সাদী হাওলাদারের আপন ভাই। আজাদ হাওলাদারের মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।