ইলিশা জংশন নাইট ক্রিকেটের ফাইনাল

 

 

 

ক্রীড়া প্রতিনিধি ॥ ভোলা সদরের ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকায় ‘সদর রোড নাইট ক্রিকেট টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ভোলা সদর একাদশ ১০ রানে বোরহানউদ্দিন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। ৮ দলের অংশগ্রহণে ১০ দিন ব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পন্ডিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ভোলা সদর একাদশ ১২৫ রানের টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে বোরহানউদ্দিন একাদশ ৪ উইকেট হারিয়ে ১১৫ রান করতে সক্ষম হয়। ফলে ভোলা সদর একাদশ ১০ রানে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে মোঃ রাকিব। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে মোঃ আশরাফুল আকতার। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম সুমন, কোষাধ্যক্ষ মোঃ রিয়াজ সর্দার। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সহসভাপতি বনি আমিন পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন, আইন বিষয়ক সম্পাদক মোঃ তানভির আহমেদ নকীব, চ্যানেল টি-ওয়ান জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান প্রমুখ। সদর রোড নাইট ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সিহাব উদ্দিন, মাইনউদ্দিন, মামুন ভুলাই, জাকির হোসেন, নাইম মোল্লা, সাহেদ বেপারী, সোহেল গাজী এই খেলার আয়োজন করে। খেলায় সার্বিক সহযোগিতা করেছে পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন, সমুদ্র বিলাস একুরিয়াম বার্ড সেন্টার, বিভো ব্রান্ড শপ, আকতার টেলিকম।

SHARE