ষ্টাপ রিপোর্টার
ভোলার শহরগুলোর মানুষ মহামারি করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হলেও সচেতন নয় গ্রামের মানুষ আর গ্রামাঞ্চলের মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন ও করোনা প্রতিরোধে করনীয়তা নিয়ে পথ নাটক ভালো থাকার গল্প পরিবেশন করছেন একদল তরুণ-তরুণী। রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সামাজিক দুরত্ব বজায় রেখে এ নাটক পরিবেশন করছেন সামাজিক সংগঠন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ। এসময় তারা নাটকের মাধ্যমে বর্তমান ইস্যু করোনাভাইরাস সম্পর্কে সচেতন ও করোনা প্রতিরোধে মাক্স ব্যবহার, সামাজিক দুরত্ব বজায় রাখা, সাবান ও হ্যান্ড সেনিটেশন দিয়ে ভালো করে হাত ধোয়ার মাধ্যমে ভালো থাকার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। ভোলার সদর উপজেলার শিবপুর ২ নং ওয়ার্ডের সেন্ট বাংলাদেশের এর ওয়াশপেছিলেটর রোকসানা মিতু জানান, আমরা করোনা সম্পর্কে শুনেছি তবে করোনা প্রতিরোধে এসব নিয়ম সম্পর্কে কেউ আমাদের এভাবে বলেনি। আজ আমরা করোনাকালীন সময় করণীয়তা ভালোভাবে জানতে পেরেছি নাটকের মাধ্যমে। সেন্ট বাংলাদেশের এর ওয়াশপেছিলেটর সোহাগ জানান, নাটকের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি সচেতন ও সঠিক নিয়ম মানলে করোনাকে প্রতিরোধ করা সম্বব। আজ থেকে আমরা এই গ্রামের নারী পুরুষরা করোনা প্রতিরোধে সকল নিয়ম মেনে চলবো। সেন্ট বাংলাদেশের এর ওয়াশপেছিলেটর মিতু ও সোহাগ আরো বলেন আমরা আজ থেকে ৩ বছর সেন্ট বাংলাদেশে কাজ করে শিবপুর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে আমার সেনিটেশন ও হাইজিং ভিতর করে আসছি এতে করে শিবপুরের সাধারন মানুষ আগের থেকে এখন নিরাপদ স্যনিটেশন ব্যাবহার করে আসছে এতে আমরা ধন্যবাদ জানাই সেন্ট বাংলাদেশে কেইয়ুথ পাওয়ার বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আদিল হোসেন তপু জানান, আমরা শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের নারী ও পুরুষদের করোনা থেকে বাচাঁর জন্য করণীয়তা নিয়ে নাটক পরিবেশন ও সচেতন করে যাচ্ছি। এতে গ্রামের মানুষ করোনাকালীন সময় করণীয় সম্পর্কে অনেক সচেতন হচ্ছে। তিনি আরো জানান, পর্যায়ক্রমে আমাদের পথ নাটক ভোলার সাত উপজেলায় করা হবে। উল্লেখ্য নাটকটি বাস্তবায়ন করেছে সেইন্ট বাংলাদেশ ও সহায়তা করেছে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।