বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাল কাজী বাড়ির সাহাজ্জল কাজীর ছেলে মঞ্জুর বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।ধর্ষণের শিকার সিরাজল কাজীর মেয়ে এ অভিযোগ করেন। মঙ্গলবার বিকালে তিনি অভিযোগ করে বলেন, একই বাড়ির সাহাজ্জল ছেলে মঞ্জুর সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।আর বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ এক বছর যাবৎ আমাকে ধর্ষণ করে আসছে মঞ্জু। গতকাল মঙ্গলবার রাতে আমাকে বাগানে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে মঞ্জু।বিষয়টি স্থানীয় লোক দেখে আমাদেরকে আটক করেন। পরে মঞ্জু লুঙ্গী ও জামা রেখে পালিয়ে যান। এ ব্যাপারে ৩নং ওয়ার্ডের মেম্বার রাজ্জাক বলেন, ঘটনাটি আমি শুনেছি মেয়েটি অসহায়, তার ইজ্জত হরণ করা হয়েছে জানিয়েছে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে তাহার উপযুক্ত বিচার কামনা করি। এ ঘটনায় কাচিয়া ৩নং ওয়ার্ডের মেম্বার নোমান জানান, এই ঘটনাটি দীর্ঘদিন যাবত আমরা শুনে আসছি, তারই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যার পরেই মঞ্জুকে আটক করা হয়। পরে মঞ্জু জামা রেখে পালিয়ে যায়। তারপরে বোরহানউদ্দিন থানা থেকে পুলিশ এসেছে। আমি তদন্ত সাপেক্ষে আইনগত বিচার চাই। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন বিপিএম জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।