ভোলার পশ্চিম ইলিশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

 

আরিয়ান আরিফ

ভোলার পশ্চিম ইলিশায় পানিতে ডুবে মো: ইয়ামিন (৩) নামে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে এই ঘটনা ঘটেছে বলে জানাগেছে। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া গ্রামের মো: জাকির হোসেনের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দুপুরের দিকে ছেলেটির মা ঘরের কাজ করা অবস্থায় ছেলিটি দুষ্টামি করতে করতে এক পর্যায়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামে সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা অনেক সময় ধরে তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের কাছে গিয়ে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে।
এদিকে, আদরের একমাত্র ছেলেকে হাড়িয়ে পুরো পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

SHARE