কাজী মাহমুদুল হাসান
তজুমদ্দিন প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিন উপজেলায় “সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি “এই প্রতিপাদ্যে নিয়ে – ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়।পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহি কর্মবর্তা আল-নোমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল। স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার। সমবায়ীদের মধ্যে বক্তৃতা করেন গাজী আঃ জলিল, টুটুল তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মুজাহারুল ইসলাম।