ভোলায় বিএনপি নেতা টুুলু’র স্মরণে দোয়া-মিলাদ

 

 

মোঃ আরিয়ান আরিফ

ভোলা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বড় ভাই জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মৎসজীবী দলের সভাপতি ওয়াছেদ আলম টুলুর রুহের মাগফিরাত কামনায় শুক্রবার সন্ধ্যায় শহরের মহাজনপট্টি জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। জেলা বিএনিপর সভাপতি গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে আলোচনা করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ-ট্রুম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, ইয়ারুল আলম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সম্পাদকসহ দলের নেতা-কর্মী, যুবদল সভাপতি-সম্পাদকসহ নেতা-কর্মী, ছাত্রদল সম্পাদকসহ নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সাবেক সদস্য সচিব কবির হোসেন। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বিকেল ৪টায় নিজ বাসভবনে ওয়াছেদ আলম টুলু মৃত্যু বরন করেন।

SHARE