বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ – সম্পাদক পদে ভোলার মোঃ আক্তার মনোনীত

 

 

মনজু ইসলাম/টিপু সুলতান

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ -সাধারন সম্পাদক পদে মোঃ আক্তার হোসেনকে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। শনিবার ( ৩১ অক্টোবর ২০২০)ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ মো.মামুন, সাধারণ সম্পাদক, ও সাংগঠনিক সম্পাদক’রা সর্বসম্মতিক্রমে মোঃ আক্তার হোসেনকে মনোনিত করে। এ সময় আক্তার হোসেন বলেন, আমাকে কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ভোলর বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবো।

SHARE