মোঃ আরিয়ান আরিফ
আগামীকাল বরিবার ( ১লা নভেম্বর) ভোলায় আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আগামীকাল ভোলায় দুই পৃথক অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। বিকাল ৩ টায় ভোলার আবহাওয়া অফিস রোডে অবস্থিত তনযিমুল কুরআন মাদ্রাসায় উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তর সভাপতি মুফতি ইয়াছিন নবীপুরী উপস্থিত থাকার কথা রয়েছে। এই তথ্য নিশ্চিত করছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা (উত্তর) শাখার জয়েন্ট সেক্রেটারী ও তনযিমুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলাম।