ভোলায় চায়না এন্টারপ্রাইজের যাত্রা শুরু

আল মাহমুদ#

ভোলা জেলায় চায়না থেকে সরাসরি আমদানীকৃত জুতা, ব্যাগ, ব্যাল্ট, গহনা ও প্রসাধনী সরবরাহের বিশ্বস্থ প্রতিষ্ঠান হিসাবে আত্ত্বপ্রকাশ করতে যাচ্ছে “চায়না এন্টারপ্রাইজ “। সেই উপলক্ষে ভোলা সদর রোডস্থ নবারুণ সেন্টারে গতকাল বিকাল ৪ টায় আয়োজন করা হয় উদ্বোধনী ও দোয়ার অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রোপাইটর জনাব মোঃ কামরুল আলম,মাওলানা ইসমাঈল হোসেন মনির, মাওলানা জাকির হোসেন, হাজী আব্দুল বারী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবারুন সেন্টারের ব্যাবসায়ী মালিক সমিতীর সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমন্ত্রীত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহবুব তানজীল।

SHARE