পটুয়াখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

 

 

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় সালমা বেগম (২১) নামের এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটায় উপজেলার নীলগঞ্জ ইউপির ওমেদপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধুর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক সন্তানের জননী ওই গৃহবধুর স্বামী এমাদুল (৩০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । তবে এটি হত্যা না আত্মহত্যা সেটা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

SHARE