পটুয়াখালী প্রতিনিধি:পারিবারিক কলহের জেরে পটুয়াখালীর মির্জাগঞ্জ বিষপানে আত্মহত্যা করেছে মো: শাহিন(৩৪) নামে এক যুবক। রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় উপজেলার মাধবখালী ইউনিয়নের দক্ষিণ কাঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,মৃত্যু শাহিন ঢাকায় একটি গার্মেন্টসের বায়ারের স্যাম্পল ম্যান হিসেবে কাজ করতো। করোনার প্রাদুর্ভাবের কারণে বাড়ি চলে আসে। অর্থনৈতিক অসচ্ছলতাও চাকরিতে না যাওয়ার কারণে স্ত্রীর সাথে রবিবার দুপুরে কথার কাটাকাটি হয়। পরে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটেনিজ ঘরে বসে বিষ পান করলে পরিবারের লোকজনের আত্মচিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যু শাহিন উপজেলার দক্ষিণ কাঠালতলী গ্রামের আলী আশরাফের ছেলে। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি)এম আর শওকাত আনোয়ার ইসলাম বলেন, ঘটনা শুনেছি। যেহতু বাকেরগঞ্জ এলাকায় মৃত্যু হয়েছে সেহেতু লাশের আইনী ব্যবস্থা বাকেরগঞ্জ থানা গ্রহন করবে।লাশটি বাকেরগঞ্জ থানাতে নেওয়া হয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম এর সাথে (০১৭১৩৩৭৪২৭২) নম্বরে কথা বললে তিনি জানান,এব্যারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে