দৌলতখানে পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠিত

 

 

 

মোঃ আরিয়ান আরিফ।।

ভোলার দৌলতখান উপজেলা পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৮অক্টোবর) এ উপলক্ষে উপজেলা পৌর যুবদল ও সেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোলা-২ আসনের সাবেক সাংসদ আলহাজ¦ হাফিজ ইব্রাহিমের নির্দেশে পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। পৌর কমিটিতে আলমগীর হোসেনকে পৌর যুবদলের আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। পৌর স্বেচ্ছাসেবক দলের মোসলেউদ্দিন হাওলাদারকে আহ্বায়ক ও মোহাম্মদ জামাল উদ্দিনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সাবেক ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জহুরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী আবুবকর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি হাজী আকবর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কাজি মোহাম্মদ কামাল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক মাহাবুব মোরশেদ কুট্টি। এছাড়াও সাবেক উপজেলা য্বুদল সাধারন সম্পাদক মোশিয়ুর রহমান লিটন, সহ-সাংগঠনিক মোঃ জুয়েল মাহমুদ জুলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মির্জা মনির, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুন্সি মোহাম্মদ রাসেলসহ বিএনপির সকল অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

SHARE