স্টাফ রিপোর্টার
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ফরম সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ ফরম সংগ্রহ শুরু হয়। ভোলা সদর উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামের কাছ ভেদুরিয়ায় দুই শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে সভাপতি পদে বর্তমান সভাপতি ও ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মাস্টার ও সাধারন সম্পাদক পথে বর্তমান সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাই মাস্টার আনুষ্টানিকভাবে ফরম সংগ্রহ করেন। পরে ফরম পূরণ করে তা জমা দেন তারা।এসময় ভেদুরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৮ জন সভাপতি ও ৭ জন সাধারন সম্পাদক এবং ৯ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর ভেদুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।