ভোলায় মোহাম্মদপুর থানার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

 

 

মনজু ইসলাম ঃ

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: মনিরকে গ্রেফতার করে ভেলুমিয়া তদন্ত কেন্দ্র পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর)  সন্ধ্যায় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মইনুল ইসলামের নেতৃত্বে এস আই মো: সমেছ আলী, ও কনস্টেবল মো: হেলাল, গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানাযায় গ্রেফতারকৃত মো: মনির সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা জনৈক রফিকুল ইসলামের ছেলে। ঢাকা মোহাম্মদপুর থানায় ২০০৭ সালের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসআই মো: সমেছ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মো: মনিরকে গ্রেফতার করি। মনির আরো একাধিক মামলার আসামি রয়েছে বলে জানা যায়। মোহাম্মদপুর থানায় দায়েরকৃত মামলায় ২০০৭ সালের পর থেকে পলাতক অবস্থায় রয়েছে। গ্রেফতারকৃত আসামি মনির কে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

SHARE