মোঃ আরিয়ান আরিফ
ভোলার দৌলতখানে আলাদা ২টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) ভোলার দৌলতখান উপজেলার অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কবির হোসেন (৬৫), লামিয়া (৮) । নিহত লামিয়া দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের আকবর হোসেনের মেয়ে, অপরদিকে নিহত কবির হোসেনের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে সকালে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার এলাকায় বাসের চাপায় কবির হোসেন নামে এক পথচারির মৃত্যু হয়। একইদিনে সকালে দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিজিরহাট এলাকার মহাজন বাড়ীর মোড় সড়কে অটোরিক্সা (বোরাক) চাপায় লামিয়া (৮) নামে এক শিশু মারা যান ।প্রতাক্ষদর্শীরা জানান, লামিয়া কয়েকদিন আগে তার মামার বাড়ীতে বেড়াতে আসে। আজ সকালে সে রাস্তায় হাটছিল। এসময় পিছন দিক থেকে আসা অটোরিক্সা (বোরাক) চাপা দিলে ঘটনাস্থলেই লামিয়ার মৃত্যু হয়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।