মোঃ আরিয়ান আরিফ
ভোলা পৌরসভার ৪ নং ওয়ার্ডে বাসিন্দা আব্দুল মালেক (নুরু মিয়ার) সেজো ছেলে ও বরিশাল রেঞ্জের ৪৯ তম ব্যচের পুলিশ সদস্য শমসের আলম পারভেজ (২৫) আজ ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল ৮টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।পারভেজ দীর্ঘ দিন লিভার সিরোসিসে ভুগছিলেন। গত ১ মাস পূর্বে জানতে পারলো সে লিভার সিরোসিসে আক্রান্ত।প্রথমে গ্রিন লাইফ মেডিকেল সেন্টারে ভর্তি ছিলো সে,পরে তাকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে স্থানান্তর করে।তার অবস্থা অবনতি হলে তাকে গত শুক্রবার ভোলায় তার নিজ বাসায় নিয়ে আসা হয়।আজ তার নিজ বাসায় সকাল ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।দুপুর ১:৩০ মিনিট সময় মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।এ দিকে পারভেজ মৃত্যুর খবরে এলাকায় চলছে শোকের মাতম।