মোঃ আরিয়ান আরিফ।।
ভোলা সদর উপজেলার ৫নং দক্ষিণ বাপ্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দি বার্ষিকী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। ভোলা জেলা বিএনপি’র কার্যালয়ে (৪ সেপ্টেম্বর শুক্রুবার) রাত নয়টার সময় এ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি ভোলা সদর উপজেলা বিএনপি সভাপতি আসিফ আলতাফ। কমিটিতে সভাপতি আনোয়ার হাওলাদার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আকন্ সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল ,সাংগঠনিক সম্পাদক সুমন গাজী, সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইয়াকুব শাহ জুয়েল। ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মীর নুরে আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে ভোলা সদর উপজেলা বিএনপি সভাপতি আসিফ আলতাফ,ভোলা জেলা স্বেচ্ছা সেবকদলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ , সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন,সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন,সাংগঠনিক সম্পাদক আকবর আকন, ভোলা জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যজিউল্লাহ সুমন,যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন পাশা, মাইন উদ্দিন হাওলাদার প্রমুখ, এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।