স্টাফ রিপোর্টার,ভোলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শ্যামপুর, গ্রামের,নাসির ফকির অভিযোগে জানান ইউপি মেম্বার হেলাল ও তার সহযোগী নিজাম দেওয়ান, নিজের অপকর্ম ঢাকতে এলাকার কিছু নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে, সমাজে তাদের প্রতি হ্যাঁও পূর্ণ করার চেষ্টা করে যাচ্ছে,নাসির ফকির অভিযোগ করেন হেলাল মেম্বার ও তাদের সহযোগী ছাগল চুরি করার মামলা থেকে বাঁচতে, আমার বিরুদ্ধে মিথ্যা ঘটনা নটায়,নাসির আরো অভিযোগ করেন হেলাল মেম্বার এলাকার ৫০ টির ও অধিক মেয়ের ঘর সংসার নষ্ট করদেন,যেমন শফিকখানের মেয়ে, কাশেম মাঝির মেয়ে,মাহেব আকন এর মেয়ে, মনির হাওলাদার এর মেয়ে সহ অনেক মেয়ের সংসার নষ্ট করেদেন। ও তার কাছে কেউ বিচার চাইতে আসলে,ছেলে পার্টির সাথে কন্টাক করে মেয়েদের বিবাহ বিচ্ছেদ বা তালাক দিয়ে সংসার ভেঙে ফেলছে।এসব অভিযোগ ছাড়াও এলাকায় নিজাম ও তার ছোট ভাই ইয়াবা ব্যবসায়ী মিন্টু সহ আরো বিভিন্ন জনকে মাদক ব্যবসায় সহযোগিতা করে যাচ্ছে।ইতিমধ্যেই মিন্টুকে ১৮৫ পিচ ইয়াবাসহ মেহেন্দিগঞ্জ থানার ওসি গ্রেপ্তার করেছেন। বর্তমানে সেই মামলাটি চলমান রয়েছে, এই সমস্ত মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করতে হেলাল মেম্বার , এলাকার প্রতিবাদকারী ছাত্রলীগের নেতা নাসির ফকিরকে সন্ত্রাসী বাহিনী বলে আখ্যায়িত করে , গত ২৪ আগস্ট ২০২০ তারিখে,দৈনিক ভোলার বাণী পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করেছে ,উক্ত নাসির মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, নাসির আরো জানান গত ২৭ জুলাই মসজিদের জায়গায়,নিজাম দেওয়ান ও তার ছোট ভাই ইয়াবা ব্যবসায়ী মিন্টু, তাহের,জোরপূর্বক একটি দোকান উত্তোলন করেন ,তখন আমি সহ মুসুল্লিরা প্রতিবাদ জানালে আমার বিরুদ্ধে এই মিথ্যে সংবাদ সাজিয়ে অপপ্রচার করেন, পাশাপাশি তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট ন্যায়বিচার পাওয়া, সহ সাংবাদিক ভাইদের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য অনুরোধ করেছেন, তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন পূরণ না করার জন্য। সম্মানিত সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করেছেন।