ভোলার বীর উত্তম শাহে আলমের স্ত্রী ফাতেমা খাতুনের ইন্তেকাল

 

 

মোঃ আরিয়ান আরিফ।।

স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন উসর্গকরা ভোলার সন্তান বীর উত্তম সার্জেন্ট শহীদ শাহে আলমের স্ত্রী মোসাম্মেৎ ফাতেমা খাতুন (৯৫) চলে গেলেন না ফেরার দেশে। বুধবার রাতে ঢাকার মিরপুরে ছেলের বাড়িতে বার্ধক্যজনিত ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে.. রাজিউন । তার মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফরাজী বাড়িতে আনা হয়। রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত হয় বলে জানান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মুকু খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা। সার্জেন্ট শহীদ শাহেআলম সেনাবাহিনীর ৫ বেঙ্গল রেজিমেন্ট থাকাকালীন সিলেটকানাইঘাট এলাকার সন্মুখ যুদ্ধে নিহত হন। ১৯৭০ সালে শাহেআলম ছিলেন, পাকিস্তানে। ১২ নভেন্বর ঘুর্ণিঝড়ে খবর শুনে তিনি দেশে ফেরে আসেন। পরে মুক্তিযুদ্ধে অংশ নেন। ৪ নং সেক্টরের অধীন ১৯৭১ সালের ৪ ডিসেন্বর সিলেটের কানাইঘাট এলাকার সুরমানদীর ওপরের সেতু’র দখল নিতে পাকসেনাদেও বাংকারে গ্রেনেট ছুড়তে গিয়ে পাকনোদেও গুলিতে নিহত হন শাহেআলম। তার ৪ ছেলে ৩ মেয়ে। স্ত্রী ফাতেমা খাতুন গত কয়েক মাস ছোট ছেলের ঢাকার বাসায় থাকছিলেন। এ সময় তার বার্ধক্য জনিত বিভিন্ন রোগেও তিনি ভুগছিলেন। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

SHARE