।। নুরউদ্দিন আল মাসুদ ।।
আজ ভোলা জেলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নাদের মিয়ার হাট সংলগ্ন বেড়িবাধ এলাকায় বেলা ১ঃ৩০মিনিটে মেঘনায় গোসল করতে গিয়েছিল সুজন(২০),হাসান(২২),মাইনুদ্দিন(২২)।স্রোতের অত্যাধিক প্রবাহে কারনে হাসান ও মাইনুদ্দিন নদীর কূলে ফিরে আসতে পারলেও সুজন ফিরে আসতে পারে নি।ফলে কান্নায় ভেঙ্গে পরেছে সুজনের পরিবার।
সুজন তার পরিবার নিয়ে ঢাকা বসবাস করত। ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে আসে তারা। সুজনের নিখোজের খবর শুনে সুজনের মা শাহিদা বেগম এখন ছেলে হারোনার আর্তনাদে দিশেহারা।
এদেকে বিকাল ৫ঃ৩০ এ ফায়ার সার্ভিস টিম এসে পৌছালেও নদীর উত্তাল ঢেউয়ের কারনে তারা কিছুটা বিলম্ব করেছে বলে আত্নীয়স্বজনদের অভিযোগ। ফায়ার সার্ভিস টিম এখনো অনুসন্ধান করছে।