টিপু সুলতান
ভোলা সদর উপজেলার আনাচে কানাচে কোরবানি গরুর হাট বাজার গুলোতে মানছেনা কোন স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব। নেই কোন ক্রেতাদের মুখে মাস্ক। ক্রেতারা আত্নীয়স্বজন ও ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গায়ে গা ঘেষে কেনাকাটা করছে কোরবানি গরু।
এসকল লোকদেরকে নেই কোন সচেতনতা। হাটের ইজারাদাররা মানছেনা কোন নিয়মকানুন, এমনটাই আজকে কোরবানি গরুর হাট গুলোতে দেখা গিয়েছে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহাদ্বয়ের নিকট দৃষ্টি আকর্ষণ করছি কোরবানি গরুর হাট গুলোর প্রতি নজর রাখতে