ভোলায় মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

 

 

 

মোঃ আরিয়ান আরিফ।।

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকলেও মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় উপাসনালয় গুলোতে এই কার্যক্রম খুব একটা দেখা যায় না।তাই “গাছ লাগিয়ে ভরব এ দেশ, তৈরী কর সুখের পরিবেশ”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার সুপরিচিত সামাজিক সংগঠন “ভোলা মানব কল্যাণ যুব সংঘ”র শিবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

২৪ জুলাই (শুক্রবার) বিকাল ৪ টায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে কয়েকটি মসজিদ ও মাদরাসা প্রাঙ্গণে দেশীয় ফলজ,বনজ ও ভেজষ প্রজাতির প্রায় অর্ধশতাধিক বৃক্ষরোপণ করেন সংগঠনটি।

এসময় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক ও ভোলা মানব কল্যাণ যুব সংঘের উপদেষ্টা মিজানুর রহমান।এসময় তিনি বলেন,মসজিদ খুব পবিত্র জায়গা “আর পৃথিবীর বুকে প্রাণিকূলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। এক কথায় প্রকৃতির অমূল্য সম্পদ হচ্ছে বৃক্ষ।আমাদের এই ব্যাতিক্রম বৃক্ষরোপণ কর্মসূচি করার উদ্দেশ্য হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গাছ লাগানো পূন্যের কাজ।আর তাছাড়া সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকলেও মসজিদ-মাদরাসা সহ ধর্মীয় উপাসনালয় গুলোতে এই কার্যক্রম গুলো তেমন একটা দেখা যায় না।তাই আমরা এই বিষয়টি লক্ষ্য করে ধর্মপ্রাণ মানুষের এবং ধর্মীয় উপাসনালয়ের উন্নতি পরিবেশ রক্ষার জন্য এই উদ্যোগটি গ্রহণ করেছি।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রতনপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মিজানুর রহমান,বিশিষ্ট সমাজসেবক মোঃ অভি,ভোলা মানব কল্যাণ যুব সংঘের উপদেষ্টা সর্দার নাঈম,ভোলা মানব কল্যাণ যুব সংঘের শিবপুর ইউনিয়নে যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন, মোঃ মুহিন,মোঃকাইয়ুম, মোঃ আরিফ,সদস্য সচিব মেহেদী হাসান মিরাজ,যুগ্ম সদস্য সচিব রাকিবুল হাসান,আঃ রহিম,মোঃ আমিন,মোঃ সাদ্দাম, রাকিব রেজা, আল-আমিনসহ এলাকার
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

SHARE