ভোলায় মাদকবিরোধী অভিযান,ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাসুদ রানা প্রতিনিধিঃ ভোলা জেলা দক্ষিণ।
দেশে মহামারী করোনা ভাইরাসেরস আতংকে বিশ্ববাসী তার ভিতরে ও থামেনি মাদক কারবারিদের ব্যবসা। ইয়াবা এবং গাঁজায় দেশের যুবক সন্তানেরা দিনদিন ধ্বংসের পথে চলে যাচ্ছে ।
আর এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, মাদকের বিরুদ্ধে অভিযান করিয়া, ২২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে, ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (DNC) এর একটি দক্ষটিম।

এস,এম, এলতাস উদ্দিন পরিদর্শক ,এএসআই ফরিদ আহমদ, সিপাহি মোঃ জিয়া উদ্দিন ও মোঃ মাহামুদুন নবী মুকুল সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় , ভোলার একদল সাহসী, চৌকশ কর্মকর্তা /কর্মচারীর অভিযান পরিচালনায় ১৯ জুলাই রাত ১১.৩০ ঘটিকার সময়, ২২০পিস মরনঘাতী ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক কৃত আসামী হলেন, মোঃ আশিক (২২), পিতা: হাফেজ মোঃ আবুল কাশেম জিহাদী কে বোরহানউদ্দিন থানাধীন চরআলগী, দেউলা ০৭ নং ওয়ার্ডস্থল তার বসতবাড়ি ঘেরাও করে নিজ দখলীয় বসতঘরে তার শয়ন কক্ষ থেকে মাদক ব্যবসায়ীকে হাতেহাতে আটক করা হয়। এবং সেখান থেকে, বোরহানউদ্দিন থানায় নিয়ে আসা হয় ,

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)সারনির ১০(ক) ধারামতে শান্তিযোগ্য অপরাধ করায় আসামীর বিরুদ্ধে মাদক মামলা করে।

SHARE