মোঃ সোহাগ হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের পাতা উপজেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান( ৬৫)আর নেই। শুক্রবার( ২৬ জুন) রাত ৯.৩০ মিনিটের সময় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন(।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ বহু গুনগ্রীহ রেখে গেছেন। জানাযায়, দীর্ঘ দিন তিনি টাইফয়েড জ্বরে ভুগতেছিল। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় বরিশালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আগামীকাল শনিবার সকাল ৯ টায় জানাজা নানাজ শেষে পশ্চিম সুবিদখালী তার গ্রামের বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে, পরিবারের সদস্যরা জানান।