ইমরান মুন্নাঃ
ভালো আছেন ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক। করোনা মহামারীতে তিনি ভোলায় থেকে প্রতিনিয়ত নিরবিচ্ছিন্ন ভাবে কোর্ট পরিচালনা করে বিচার প্রার্থীদের সেবা দিয়ে যাচ্ছেন। হাইকোর্টের নিদের্শনামতে ভার্চুয়াল কোটকে কার্যকরি করতে কর্মকর্তা কর্মচারিদের ট্রেনিংসহ আইনজীবীদেরও হাতে কলমে বুঝাতে পারস্পরিক সৌহার্দপূর্ণ ভাবে কাজ করে যাচ্ছেন ভোলার এই বদলে দেয়া বিচার বিভাগের অন্যতম কর্নধার শরীফ মোঃ সানাউল হক। জেলা জজ ডাঃ এবিএম মাহমুদুল হক এর সাথে সমন্বয় করে ভোলার মামলাজট কমানোসহ করোনা মহামারিতে বিচারিক সেবা নিশ্চিৎ করার জন্য দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন এই বিচারক। এর মধ্যে ভোলার জেলা জজ ডঃ এবিএম মাহমুদুল হক করোনা আক্রান্ত হলেও এখনো সুস্থ আছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক।
দেশের কয়েকটি জাতীয় দৈনিক এ তিনি করোনা আক্রান্ত নিয়ে ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে।কিন্তু তিনি এখনও মহান আল্লাহর রহমতে সুস্থ্যতার সহিত কোর্টের কার্যক্রম পরিচালনা করে ভোলার বিচার প্রার্থী অসহায়দের নিরবিচ্ছিন্ন ভাবে সেবা প্রদান করে যাচ্ছেন।