স্টাফ রিপোর্টার ভোলা নিউজঃ
ভোলা সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুঞ্জপট্টি গ্রামে জোর পূর্বক জমি দখল ও পুকুরে মাছ ধরার অভিযোগ উঠেছে স্হানীও মোঃহযরত আলী মোঃ মাইন উদ্দিনের আলি আকবর বেপারির দুলাল, আলাউদ্দীন, হরজু, রাশেদ,রাসেল,ফিরোজদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত (১৪)ই জুন রবিবার দুপুরে আলি আকবরের পুকুরের মাছ ধরা ও আবাদি জমি জোরপূর্বক ভাবে চাষ করে মোঃ হযরত আলী ও মোঃ মাইন উদ্দিন তাদের সহোযোগি আলি আকবর, দুলাল,আলাউদ্দীন,রাশেদ,রাসেল,ফিরোজ সহ আরো অনেকে।
জমির মালিক আকবর আলি বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে আমি এই জমি ক্রয় সুত্রে দখলে রয়েছি। বেশ কিছু দিন জাবত হযরত আলী ও মাইনুউদ্দিন মিলে অবৈধভাবে আমার জমি দখল করার পায়তারা করে আসছে।এ বিষয়টি নিয়ে আমি ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ও বিভিন্ন মহলে অভিযোগ করলে তারা নানা ধরনের হুমকি দিয়ে আসছে ।
এবিষয় নিয়ে হযরত আলী ও মাইন উদ্দিনের সাথে কথা বললে তার বলেন, এই জমি আমার, আমার বসত বিটার সামনের জমি, এই জমি আমার শশুর আমার স্ত্রী ও তার বড় বোনকে দলিল দিয়েছে বলে দাবি করে তারা।
এনিয়ে গত (১৫)জুন ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় বর্তমানে মামলাটি প্রক্রিয়াধীন অবস্থা রয়েছে।