ভোলার মেঘনা নদীতে ভেসে উঠলো অজ্ঞাত শিশুর লাশ

 

মোঃ আরিয়ান আরিফ।।

ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত (০৭) এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাট এলাকার শেগনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে তুলাতুলি মৎস্য ঘাটের স্থানীয়রা মেঘনা নদীতে ওই শিশুর লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, স্থানীয়রা খবর দিলে আমরা একটি ছেলে শিশুর লাশ উদ্ধার করি। তবে এখন পর্যন্ত তার কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। শিশুটি জেলেদের নৌকা থেকে পড়ে নিহত হয়েছে নাকি কেউ হত্যা করে নদীতে ফেলে গেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

SHARE