করোনা উপসর্গে ঢাকা থেকে পালিয়ে ভোলায় মৃত্যু

 

মাসুদ রানাঃ

করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে পালিয়েও রক্ষা পেলেননা ভোলার যুবক। কিছুক্ষন আগে বিনা চিকিৎসায় মারা গেছেন তিনি।

স্থানীয় ও বোরাহানউদ্দিন থানা সূত্রে জানাযায়, মোঃ রাজিব জোমাদ্দার(৩৫). পিতা-মঃ মালেক জোমাদ্দার, সাং মোল্লারহাট বাজারের উত্তর পাশে কলিমের বাড়ি, বড় মানিকা ০৪ নং ওয়ার্ড, থানা বোরহানউদ্দিন, জেলা ভোলা। তিনি ৫ থেকে ৭ দিন যাবৎ জ্বর নিয়ে গতকাল ০৭ জুন ঢাকা থেকে পালিয়ে এসেছে ভোলায় চলে আসে। আজ ৮ জুন দুপুর ০২ঃ৩৫ মিনিটে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

SHARE