আমজাদ/ নুুুুরউদ্দিন/আকাাশঃ-
ভোলা শিবপুরে ২ জুন মোঙ্গলবার বিদ্যুৎ স্পর্শে আমজাদ(১৩) মৃত্যু।শিবপুর ৭ নং ওয়ার্ডের চালতাতলা চৌকিদার বাড়ির আজাদের বড় ছেলে আমজাদ।আমজাদ ভোলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র।
স্থানিয় সুত্রে জানা যায় আমজাদ তার নিজ বাড়িতে অনুমানিক ১:১৫ মিঃ মোবাইলে চার্জ দিতে গেলে বিদ্যুৎ স্পর্শে অজ্ঞান হয়ে যায়।
সেখান থেকে স্থানিয় লোকজন তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।সরদ হাসপাতালে ডিউটিরত ডাক্তার ১:৪০ মিঃ তাকে মৃত বলে ঘোষনা করেন।আমজাদের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।