ভোলায় নতুন করোনায় আক্রান্ত আরো ৬ জন

 

ভোলা নিউজ ডেস্কঃ

ভোলায় নতুন করে করোনায় আক্রান্ত আরো ৬ জন। সর্বমোট এ নিয়ে ভোলায় ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর ঘটনা ঘটেনি।

মনপুরা প্রতিনিধি জানান,
মনপুরায় ঢাকা ফেরত দুইজনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে একজন আশুলিয়া গার্মেন্টস কর্মী ও অপরজন সদরঘাটে আলুর আড়ৎদের কর্মচারী।

ভোলা প্রতিনিধি আরিয়ান আরিফ জানান, ভোলা সদর উপজেলায় নতুন করে আরও ৪ জন করোনা আক্রান্ত রুগী সনাক্ত হয়েছে। নতুন সনাক্তদের মধ্যে সদরের যুগির ঘোলের ১ জন, পাখিরপুলের ১ জন এবং খেয়াঘাটের কাজী ফার্ম ২ কর্মচারী কর্মকর্তা রয়েছেন। বিস্তারিত আসছেে……

SHARE